G-Gas উদ্যোগ নিয়েছে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি সংকলন করে সবার মাঝে ছড়িয়ে দিতে। এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড পরিবারের তত্ত্বাবধানে ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সহায়তায় এবং রশীদ হায়দার সম্পাদিত ‘স্মৃতি ৭১’ গ্রন্থের বিশেষ কৃতজ্ঞতায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আশা করছি, আমাদের এই প্রয়াস এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জাতির অম্লান সূর্যসন্তানদের জানতে সহায়তা করবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে সবাইকে অনুপ্রাণিত করবে।
আমাদের বিশ্বাস, সবার অংশগ্রহণে আমাদের এই তথ্যভাণ্ডার আরও সমৃদ্ধ, আরও বৈচিত্র্যপূর্ণ ইতিহাসে পরিশীলিত হবে।
বিজয় আসার ঠিক আগমুহূর্ত পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে গেছেন আমাদের সেরা সন্তানেরা। অমানুষিক নির্মমতায় তাঁদের আমরা হারিয়েছি, কিন্তু তাঁদের বীরত্বগাথা আমরা হারাতে চাই না। আমরা চেষ্টা করেছি শহীদ সব বুদ্ধিজীবীদের ছবি অথবা তাঁদের বিশেষ মুহূর্ত সংগ্রহ ও সংরক্ষণ করতে।
ছড়িয়ে-ছিটিয়ে থাকা সেইসব টুকরো টুকরো সূর্যের মতো শক্তিশালী স্মৃতিচিহ্ন আমরা একসাথে করতে চেয়েছি। কিন্তু আমরা জানি- নানা প্রান্তে আরও নানাভাবে লুকিয়ে আছেন আমাদের সেইসব সূর্যসন্তানরা। আপনার কাছেও যদি এমন স্মৃতিময় কোনো ছবি থেকে থাকে, তবে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সংগ্রহ সমৃদ্ধ করতে সহায়তা করুন। আসুন, আমরা একসাথে এই দেশরত্নদের স্মৃতি অম্লান রাখি।